ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। তারাকান্দায় যাত্রীবোঝাই একটি বাস উল্টে সড়কের পাশে পতিত জমিতে পড়ে যায়। এতে এক যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ যাত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।
রবিবার (১ মে) দুপুর পৌনে ২টা দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্ডা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি বাস শেরপুর যাওয়ার পথে উপজেলার বাগুন্ডা মোড়ে উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।
অপরদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল আহমেদ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত জুয়েল ধোবাউড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
রবিবার (১ মে) দুপুরে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারে স্টীলের সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক জুয়েল।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/ডা
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন