• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে মে দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত: মে ২, ২০২২, ১২:২৬ এএম

নীলফামারীতে মে দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা

নীলফামারী প্রতিনিধি

‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই শ্লোগানে নীলফামারীতে মহান মে দিবস পালন করা হয়েছে। রবিবার (১ মে) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করে সরকারি ও বেসরকারি বিভিন্ন শ্রমিক সংগঠন। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পনের পর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, মাইক্রো-পিকআপ শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক কর্মচারী লীগ, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেতৃত্বে বড় বাজার ট্রাফিক মোড় সংলগ্ন পরিষদের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহর প্রদক্ষিন করে। একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এসএ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ