• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঈদে বাড়ি ফেরা হলো না গার্মেন্টস শ্রমিক ইমরানের

প্রকাশিত: মে ২, ২০২২, ১২:০৯ এএম

ঈদে বাড়ি ফেরা হলো না গার্মেন্টস শ্রমিক ইমরানের

কুমিল্লা প্রতিনিধি

আজ বিশ্ব মে দিবস। মে দিবসে বাড়ি ফেরা হলো না গার্মেন্টস শ্রমিক ইমরানের। ঈদে ট্রেনের টিকেট না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফেরার পথে ঘুমন্ত অবস্থায় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়।

রবিবার (১ মে) ভোররাতে কুমিল্লার লাকসাম পৌরসভার সামনে এ ঘটনায় ঘটে। নিহত ইমরান নোয়াখালী জেলার মাইজদী থানার সোনাগ্রামের মো. লুতফুর রহমানের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ইমরান ভোররাতে নোয়াখালী এক্সপ্রেসের ছাদে চড়ে ঢাকা থেকে নোয়াখালী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় লাকসাম রেলস্টেশনে ট্রেনটি পৌঁছালে ইমরান ছাদ থেকে পড়ে মারা যান। আমাদের সাথে তার পরিবারে কথা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের ভাই মিজান বলেন, ‘আমার ভাই গত রাতে বেতনের টাকা ছিনতাই হয়ে যাবে বলে টাকা বিকাশে পাঠিয়েছিল। রাতে মোবাইল করে বললো আম্মা-আব্বার জন্য কাপড় নিয়ে আসছি। ফিরতে সকাল হবে। কিন্তু সকাল হলো আমার ভাই তো  আর ফিরলো না।’

এসএ/
আর্কাইভ