• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

হতদরিদ্রদের ঈদের চাল বিক্রি, উদ্ধার করলো এলাকাবাসী

প্রকাশিত: মে ১, ২০২২, ১১:০৮ পিএম

হতদরিদ্রদের ঈদের চাল বিক্রি, উদ্ধার করলো এলাকাবাসী

দেশজুড়ে ডেস্ক

ঝালকাঠিতে ঈদ উপলক্ষে সরকারের দেয়া ভিএফএর ৯ বস্তা চাল বিক্রি করে দেয়া হয়েছে গ্রামের চৌকিদার ও এক চাল ব্যবসায়ীর কাছে। আর পুলিশের সহায়তায় তা উদ্ধার করেছে এলাকার তরুণ সমাজ। কিন্তু কিভাবে এ চাল বিক্রি করা হলো তা জানেনা চেয়ারম্যান।

ঝালকাঠি জেলার এই ইউনিয়নটিতে ঈদ উপলক্ষে মোট ২৩৬৬ জন দরিদ্র মানুষকে বিতরণের জন্য ২৩ টন ৬’শ ৪০ কেজি চাল বরাদ্দ হয়। শনিবার ১৯৫০ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছিলো।  উদ্ধারকৃত চালের আনুমানিক পরিমান ৪৫০ কেজি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে শনিবার (৩০ এপ্রিল) সকালে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। কিন্তু সেই চাল থেকে একটন পরিমান গোপনে বিক্রি করা দেয়া হয় স্থানীয় চৌকিদার আয়নাল হক ও ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদারের কাছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও তরুণ সমাজ তাদের বাড়িতে গিয়ে রাতে ওই চাল উদ্ধার করে। 

খবর পেয়ে পুলিশ এসে চাল জব্দ করে। ইউনিয়ন পরিষদের একটি চক্র এ চাল বিক্রি করেছে বলে চৌকিদার  আয়নাল হক ও ধান-চাল ব্যবসায়ী ইউসুফ হাওলাদার স্বীকার করেন। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি জানেননা বলে দাবী করেছেন। চাল উদ্ধারের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেছেন।

চাল জব্দ করে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ