• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: মে ১, ২০২২, ১০:২৪ পিএম

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ফয়সাল (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা অপর দুইজনও গুরুতর আহত হয়। শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দী সিএনজি পাম্পের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ফেনী থেকে নীলাচল পরিবহনের একটি বাস জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিল। যাত্রা পথে বাসটি নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের কল্যান্দী সিএনজি পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফয়সাল মারা যান এবং তার সঙ্গে থাকা অপর দুই যুবক আহত হন। পরে স্থানীয়রা আহত বাবু (২৮) কে ফেনী সদর হাসপাতালে ও তানভীর (২২)কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী নীলাচল পরিবহনের বাসটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ নীলাচল পরিবহনের বাসটি এবং মোটরসাইকেলটিকে জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এসএ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ