• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পুকুরে ভাসছিল যুবকের লাশ!

প্রকাশিত: জুন ৩, ২০২১, ১০:২২ এএম

পুকুরে ভাসছিল যুবকের লাশ!

দেশজুড়ে ডেস্ক

প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ির সামনে পুকুর পাড়ে সিঁড়িতে বসেছিল জুয়েল (৩৫)। কিন্তু নির্দিষ্ট সময় পর বাড়িতে না আসায় তাকে খুঁজতে থাকে স্বজনরা। এরপর পাশের আরেক পুকুরে ভাসতে দেখা যায় তার লাশ।

বুধবার (২ জুন) সন্ধ্যার পর সাতক্ষীরার দেবহাটায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আশিকুর রহমান জুয়েল (৩৫) দেবহাটা সদর ইউনিয়নের মৃত আনিছুর রহমানের ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, জুয়েলের মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। তদন্ত চলছে। নিহতের পরিবার হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

নিহতের মা চায়না খাতুন জানান, ‘জুয়েল বাড়িতে না আসায় তার মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ দেখায়। এ সময় আমার ভাই মনিকে ফোন করলে সে বাড়িতে আসে। এরপর পুকুর পাড়ে গিয়ে রক্ত দেখতে পায়। পরে খুঁজতে খুঁজতে বাড়ির পার্শ্ববর্তী আরেকটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়।’

সবুজ/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ