• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ১১:২৩ পিএম

গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে স্কুলশিক্ষকের মৃত্যু

সিটি নিউজ ডেস্ক

মৌলভীবাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে রুবিয়া বেগম (৪২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার স্বামী শিক্ষক আব্দুল করিমও (৪৮) দগ্ধ হয়েছেন। 

দগ্ধ আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবিয়া বেগম উপজেলার কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, 'রান্নাঘরটি বদ্ধ ছিল। এ কারণে সিলিন্ডার লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে যায়। চুলা জ্বালাতেই তার শরীরে আগুন লেগে মারা যান।'

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, 'গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে স্কুল শিক্ষিকা রুবিয়া বেগম মারা গেছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও দগ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।'

এসএ/

আর্কাইভ