• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যান

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৪:২৪ পিএম

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় শত শত যান

দেশজুড়ে ডেস্ক

বুধবারও (২৭ এপ্রিল) যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। প্রচণ্ড গরমে যানজটে আটক ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের কারণ হিসেবে শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটে ফেরি কম চলাচল, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট ও ঘাট সংকটকে দায়ী করছে ঘাট কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) সকালে যানবাহনের বাড়তি চাপে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়। এতে পারের অপেক্ষায় আটকে পড়েছে অন্তত ৪ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।

আজ বিকালের মধ্যে আরও দুটি ফেরি বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।


এফএ/এএল
আর্কাইভ