• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মাদক মামলায় এক নারীর ৭ বছর কারাদণ্ড

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ০১:১৮ এএম

মাদক মামলায় এক নারীর ৭ বছর কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরে মাদক মামলায় মাফেলা বেগম নামে এক নারীকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের জেল প্রদান করা হয়।

সোমবার  (২৫ এপ্রিল) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় প্রদান করেন।

আসামী মাফেলা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কোঁকড়াপাড়া মেডিকেল মোড় এলাকার নোমান আলীর স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালায়। এসময় ঢাকাগামী যাত্রীবাহী এসপি পরিবহনের যাত্রী মাফেলা বেগমের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাফেলা বেগমকে আটক করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ৮ (খ) ধারায় মামলা দায়ের করে। মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে বিচারক স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামী মাফেলা বেগমকে ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের জেল প্রদান করেন।

এসএ/
আর্কাইভ