• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দাম কমে যাওয়ায় রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ১২:৪৮ এএম

দাম কমে যাওয়ায় রাস্তায় আলু ফেলে প্রতিবাদ

রংপুর ব্যুরো

রংপুরে আলুর দাম কমে যাওয়ায় এবং বিদেশে রপ্তানির দাবিতে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। 

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ প্রতিবাদ জানান কৃষকরা। এ সময় প্রায় ২ ঘন্টা রাস্তা চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে রাস্তায় চলাচল স্বাভাবিক করে।

এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, সবকিছুর দাম বাড়ার কারণে এবার কেজিপ্রতি আলু উৎপাদনে খরচ হয়েছে ১১ থেকে সাড়ে ১২ টাকা। কিন্তু মাঠ পর্যায়ে প্রথম দিকে আলুর দাম পাওয়া গেলেও এখন আলু বিক্রি হচ্ছে আট থেকে ৯ টাকা কেজি।

নগরীর সাতমাথা এলাকার কৃষক লোকমান  মিয়া বলেন, ‘বাজারে সব কিছুর চড়া দাম। কিন্তু আমরা অসহায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছি না। সরকার রপ্তানির ব্যবস্থা না করলে আমরা আলুচাষিরা পথে বসবো।’

আরেক কৃষক জুয়েল হোসেন সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘আমরা চাই এখান থেকে সরাসরি বিদেশসহ দেশের বিভিন্ন স্থানে আলু সরবরাহ করা হোক। বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে এই লোকসান থেকে রক্ষা পাবে কৃষক।’

আলু ব্যবসায়ী জিয়াউল ইসলাম বলেন, ‘আলুর বর্তমান যে বাজার দর এতে চাষি-ব্যবসায়ী উভয়েই লোকসানের মুখে পড়েছি। সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। এ কারণে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করছি।’

এসএ/
আর্কাইভ