• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বেরোবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের ইফতার ও আলোচনা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৮:৪৬ পিএম

বেরোবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের ইফতার ও আলোচনা

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনটির আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতার পরবর্তী আলোচনা সভায় সংগঠনটির সিনিয়র সদস্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মোরশেদ হোসেন, সংগঠনের স্টিয়ারিং কমিটির সদস্য ও বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নুর আলম সিদ্দিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সভা শেষে আয়োজক কমিটির সদস্য সচিব ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ উল হাসান সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেইউ/এএল

আর্কাইভ