• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৩:৩৫ এএম

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় বাপ্পি হোসেন কনক (১৯) এবং আল আমিন (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়ক নিংগুইন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কনক উপজেলার শেরকোল ইউনিয়নের চকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আল আমিন একই গ্রামের আরব আলীর ছেলে। নিহত দুইজন চকপুর বিলভরত উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর পরীক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের নিঙ্গুইন বাসস্ট্যান্ডের তেল পাম্পের সামনে বলাকা নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক বাপ্পি হোসেন কনক মারা যায়। স্থানীয়রা অপর আরোহী আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জামিল হোসেন জানান, ঘটনাস্থলে নিহতের মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএ/
আর্কাইভ