রংপুর ব্যুরো
ঈদের আগেই রংপুরে ৬৭৫ টি ভূমি ও গৃহহীন পরিবার ঈদ উপহার হিসেবে পাচ্ছে নতুন ঠিকানা। মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে রংপুর জেলায় ১ হাজার ২৯৯ টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে ৬৭৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদের আগে উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন। উদ্বোধনের দিন উপকারভোগীদের মাঝে গৃহ প্রদানের সনদ, কবুলিয়ত দলিল ও নামজারী খতিয়ান হস্তান্তর করা হবে।
এসব ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। এছাড়া এ সকল পরিবারের জন্য নিশ্চিত করা হবে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা।
এসএ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন