• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ১১:৫২ পিএম

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রংপুর ব্যুরো

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বনিতা রানী (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী কোতয়ালী থানাধীন পাগলাপীর আলোয়াকুঁড়ি এলাকার ষষ্ঠী মহন্তের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে সৈয়দপুরগামী বিআরটিসি বাসের সাথে সৈয়দপুর থেকে আসা নূরানী ট্রাভেলসের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বিআরটিসি বাসটি মহাসড়ক সংলগ্ন একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ সিটি নিউজ ঢাকাকে জানান, আহতদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় মৃত বনিতা রানীর স্বামী ষষ্ঠী মহন্ত একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

এসএ/
আর্কাইভ