• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কাফনের কাপড়সহ অজ্ঞাত নারীর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ১১:০৬ পিএম

কাফনের কাপড়সহ অজ্ঞাত নারীর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগ‌লিত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে ওই মর‌দেহ উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সকালে গণপদ্দি গ্রামের খৈয়ামের কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভেতর একটি সাদা রঙের বস্তা দেখতে পান তারা। প‌রে কা‌ছে গি‌য়ে বস্তা খুলে কাফনের কাপড় মোড়া‌নো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত ওই নারীর মর‌দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘আমা‌দের ধারণা, কবর থেকে কংকাল চুরির চক্র এই কাজ করে থাকতে পারে। মর‌দেহ‌টির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে মর‌দেহ‌টি পুনরায় দাফন করা হবে।’

এসএ/
আর্কাইভ