• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

রাধালক্ষ্মী বালিকা বিদ্যালয়ে ভুয়া ভোটারে ম্যানেজিং কমিটি গঠন: আদালতে মামলা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৮:৪৪ পিএম

রাধালক্ষ্মী বালিকা বিদ্যালয়ে ভুয়া ভোটারে ম্যানেজিং কমিটি গঠন: আদালতে মামলা

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করে গোপনে রাধালক্ষ্মী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। একতরফা কমিটি গঠন করায় অভিভাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শরণখোলা উপজেলার রাধালক্ষ্মী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মামলার বাদী পঙ্কজ কুমার মিস্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ওই বিদ্যালয়ের প্রকৃত ছাত্রী সংখ্যা ৩৫ জন। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস তাকে না জানিয়ে গোপনে ১২০ জন ভুয়া ছাত্রীর অভিভাবক ভোটার তালিকা তৈরি করে উপজেলা মাধ্যমিক অফিসে দাখিল করেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিজাইডিং অফিসার বানিয়ে গত ১৭ এপ্রিল একতরফা বিনা ভোটে গোপনে ম্যানেজিং কমিটি নির্বাচিত দেখিয়ে তড়িঘড়ি করে কমিটি অনুমোদনের জন্য যশোর শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাত্রী অভিভাবক ধানসাগর গ্রামের বিজন মিস্ত্রী ও পিসিবারইখালী গ্রামের সাহেব আলী মুন্সি জানান, সম্পূর্ণ গোপনীয়তায় ভুয়া ভোটার দেখিয়ে রাধালক্ষ্মী স্কুলে কমিটি করা হয়েছে। বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক ছাত্রী না থাকায় কিভাবে কমিটি গঠন হয় তা তদন্তের দাবি জানান ঐ অভিভাবকদ্বয়। 

গোপনে কমিটি করায় বিদ্যালয় সভাপতি পঙ্কজ কুমার মিস্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি করে বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা আমলে নিয়ে আদালত বুধবার প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্য আসামিদের কারণ দর্শানো নোটিশ দিয়েছেন।

প্রধান শিক্ষক নরেন্দ্র নাথ বিশ্বাস তার বিদ্যালয়ে ১২০ জন ছাত্রী নেই এবং ভূয়া ভোটার তালিকার কথা আংশিক স্বীকার করে জানান, সরকারি নিয়ম পালনে কিছুটা অনিয়মের আশ্রয় নিতে হয়। আদালতে মামলা যখন হয়েছে আদালতের নির্দেশনা মেনে চলবেন বলে ওই প্রধান শিক্ষক জানিয়েছেন।

শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান জানান, ভোটার তালিকা প্রণয়ণের দায়িত্ব প্রধান শিক্ষকের নয়। প্রধান শিক্ষক চূড়ান্ত ভোটার তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে দাখিল করায় তিনি বিধিমতে কমিটি করে দিয়েছেন যদি কোনও অনিয়ম হয়ে থাকে তার দায়দায়িত্ব প্রধান শিক্ষকের বলে ওই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান।

এসএ/এএল
আর্কাইভ