• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় ফেরি সংকট, ট্রাকের দীর্ঘ সারি

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২, ০৬:১৭ পিএম

পাটুরিয়ায় ফেরি সংকট, ট্রাকের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি সংকট ও ২ নম্বর ফেরিঘাট অচল থাকার কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে ঘাট পার হতে আসা যানবাহন চালক ও শ্রমিকদের।

পাটুরিয়া ঘাট ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকাগামী চার কিলোমিটার কাসাদহ ব্রিজ পর্যন্ত সাধারণ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে। ঘাট এলাকায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক ট্রাক নদী পারের অপেক্ষায়। এর মধ্যে পাটুরিয়া ঘাটের দুই ট্রাক টার্মিনালে তিনশ ও জিরো পয়েন্ট এলাকা থেকে কাসাদহ ব্রিজ পর্যন্ত দেড় শতাধিক ও উথলী সংযোগ মোড়ে শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায়। বেলা বাড়ার সঙ্গে ঘাট এলাকায় এই সারি দীর্ঘ হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দীন রাসেল জানান, এখন ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের চাপ নেই। ঘাটে আসামাত্রই পার হয়ে যেতে পারছে। বহরের দুটি রো রো ফেরি এনায়েতপুরী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে পাটুরিয়া ঘাট থেকে ৭ কিলোমিটার আগে উথলী সংযোগ মোড় শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট থেকে ছেড়ে দেওয়ার নির্দেশনা এলেই সিরিয়ালের ভিত্তিতে আমরা তা ছেড়ে দেব।

এফএ/এএল
আর্কাইভ