• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

দেশ পেরিয়ে বিদেশে বশেমুরপ্রবি শিক্ষার্থীর সুনাম

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০৫:১৫ পিএম

দেশ পেরিয়ে বিদেশে বশেমুরপ্রবি শিক্ষার্থীর সুনাম

বশেমুরপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জোবায়েদ মোস্তফা। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। 

ইতোমধ্যে এ প্রতিভাবান তরুণ লেখকের তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সম্প্রতি একুশে বইমেলায় তার প্রকাশিত রঙ্গিন ফুলের স্বপ্ন পাঠক মহলে বেশ সাড়া ফেলে। 

২০২০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিশিখা প্রকাশিত হয়। এরপর আলো আঁধারের সন্ধিক্ষণ (২০২১) ও সর্বশেষ রঙ্গিন ফুলের স্বপ্ন কাব্যগ্রন্থ দিয়ে পাঠক মহলে বেশ প্রশংসিত হোন।

দেশের গন্ডি পেরিয়ে ভারতের কলকাতায় তরুণ এ লেখকের সুনাম ছড়িয়ে পড়ছে। সম্প্রতি তিনি কলকাতা মহানগরী সাহিত্য পরিষদ থেকে ভোরের পাখি ও বাংলার প্রকৃতি কবিতার জন্য সেরা কবির পুরষ্কার পেয়েছেন। 

এ বিষয়ে জোবায়েদ মোস্তফা জানান, 'বইয়ের কবিতাগুলো অনেকটাই মানুষের জীবনের প্রতিচ্ছবি। মানব জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো আলোকপাত করে এবং বাস্তবতার নিরিখে সাজানো। আমার লেখা কবিতায় যখন মানুষ নিজেকে খুঁজে পায় তখনই লেখক হিসেবে নিজেকে স্বার্থক মনে করি।' 

সাহিত্য চর্চায় তার অনুপ্রেরণা কে জানতে চাইলে তিনি জানান, 'পরিবারের সদস্যরাই আমার সবচেয়ে বড় পাঠক। তারা আমার প্রতিটি লেখা খুটিয়ে খুটিয়ে পড়েন যা আমার পথকে আরও সুগম করে।'

জোবায়েদ মোস্তফা (২০১৬) সালে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (২০১৮) সালে এইচএসসি পাস করে ভর্তি হোন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

ডিআইএ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ