• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শেরপুরে নদী থেকে গ্রেনেড উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৭:০৩ এএম

শেরপুরে নদী থেকে গ্রেনেড উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার ভারতঘেঁষা কালাকুমা গ্রামে পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে ওই গ্রেনেড উদ্ধার করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানায়, বিকেল তিনটার দিকে উত্তর কালাকুমা গ্রামে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই থেকে উত্তোলিত পাথর থেকে বোমা সদৃশ একটি লোহার ধাতব জাতীয় বস্তু নিয়ে ছোট শিশুরা খেলা করছিল। এসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। 

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ওই স্থানটি হেফাজতে নিয়ে ঘিরে রেখে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন।

বি‌জি‌বির সূত্র জানায়, ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রাখা হ‌য়ে‌ছে। সেনা বাহিনীর বোমা নিস্ক্রীয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

না‌লিতাবাড়ী থানার অ‌ফিসার ইনচার্জ ব‌ছির আহ‌ম্মেদ বাদল ব‌লেন, উদ্ধারকৃত বস্তুটি একটি পরিত্যক্ত গ্রেনেড।


সাজেদ/
আর্কাইভ