• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চৌগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ১০:২৮ এএম

চৌগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে দুই ভাইকে গলা কেটে হত্যা

সিটি নিউজ ডেস্ক

যশোরের চৌগাছায় প্রতিবেশীর হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টেঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুর রহমান খানের ছেলে আইয়ুব হোসন (৪৫) ও ইউনুস আলী (৩৮)। আহত রাজু নিহত আইয়ুব হোসেনের ছেলে। তাকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, আইয়ুব হোসেন ও ইউনুস আলীর বাড়ির সাথে কাঠের গোলা রয়েছে। ওই কাঠের গোলাতে কাজ করেন প্রতিবেশী আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাতে মুকুল তার ভাই বেল্লাল ও বিপুলকে সাথে নিয়ে আইয়ুব হোসেনের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব হোসেন, তার ভাই ইউনুস আলী ও ছেলে রাজুকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান আইয়ুব আলী।

হাসপাতালে নেওয়ার পথে ইউনুস আলীর মৃত্যু হয় এবং রাজুকে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে  সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

ওসি  আরও জানান,  পুলিশ ঘটনাস্থলে রয়েছে । আসামিদের আটকে অভিযান শুরু হয়েছে।

সাজেদ/এএল
আর্কাইভ