• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৭:২১ এএম

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

কুমিল্লা প্রতিনিধি



কুমিল্লার সদর দক্ষিণে র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের এক কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ মাদক কারবারিরা গুলি ছোড়েন। পরে আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। এতে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হন। এ সময় রুবেল হোসাইন নামে র‍্যাবের এক কর্মকর্তাও গুলিবিদ্ধ হন।

পরে ঘটনাস্থল থেকে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

সাজেদ/
এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ