• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পিরোজপুরে খাল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৬:৫১ এএম

পিরোজপুরে খাল থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নারায়ন চন্দ্র হালদার (৭৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়ন এর রামচন্দ্রপুর এলাকার একটি খাল থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এর মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা। নারায়ন চন্দ্র উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নুকুল চন্দ্রের ছেলে। তিনি রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, নারায়ন চন্দ্র হালদার সকালে রামচন্দ্রপুর হরেন মেম্বারের ঘাটের ব্রিজের পাশ দিয়ে খালে নেমে সাঁতরে অন্য পাড়ে যাচ্ছিলেন। তখন পানির স্রোতের কারণে তলিয়ে যান তিনি। অনেক খোজাখুঁজির পর স্থানীয়রা দুপুরের দিকে আধা কিঃ মিঃ দূরে ওই খাল থেকে তার লাশ উদ্ধার করে। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি জ্ঞানের আলোসহ কয়েকটি বই লিখেছেন।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, খাল থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাজেদ/এএল
আর্কাইভ