প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫, ১০:৪৮ পিএম
যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও হামাস। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও এরই মধ্যে ভোল পালটালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদনের কথা থাকলেও, উলটো হামাসের বিরুদ্ধে নেতানিয়াহু করলেন নতুন অভিযোগ। হামাসের বিরুদ্ধে ‘শেষ মুহূর্তে সংকট তৈরি’র অভিযোগ তুলে তিনি বলেছেন, গোষ্ঠীটি (হামাস) চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরাইল কোনো বৈঠকে বসবে না।
হামাস জানিয়েছে, বুধবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ মুহূর্তে এসে নেতানিয়াহুর ‘কিন্তু’তেই বিতর্কের মুখে যুদ্ধবিরতি। দ্য গার্ডিয়ান, আলজাজিরা।
গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইল। তবে একমত পোষণের পরপরই নেতানিয়াহু বলেছেন, হামাসের সৃষ্ট ‘শেষ মুহূর্তের সংকট’ দীর্ঘপ্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরাইলকে আটকে রেখেছে।
বৃহস্পতিবার চুক্তির জন্য নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও স্থগিত করা হয়েছে। হামাস চুক্তি মেনে না নেওয়া পর্যন্ত ইসরাইল কোনো বৈঠকে বসবে না বলেও জানিয়েছেন তিনি। তবে হামাস চুক্তির কোন অংশ মানছে না তা স্পষ্ট করেননি নেতানিয়াহু। এদিকে হামাস এ বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তারা এ যুদ্ধবিরতিতে প্রস্তুত বলেই জানিয়েছেন দলটির সিনিয়র কর্মকর্তা ইযাত আল-রিশেক।
আলজাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত বলেছেন, হামাস চুক্তি থেকে সরে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। বরং নেতানিয়াহুর সরকারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করেছে বলে জানা গেছে। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচের দল রিলিজিয়াস জায়নিজম পার্টি এ চুক্তি বাতিলের হুমকি দিয়ে বলেছে, চুক্তি ইসরাইলের জন্য ক্ষতিকর। দলটি যুদ্ধবিরতির পর পূর্ণমাত্রার লড়াইয়ের নিশ্চয়তা দাবি করেছে। নেতানিয়াহুর চরম ডানপন্থি জোট চুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত। সরকার অতিরিক্ত ছাড় দিলে জোট ভেঙে যেতে পারে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহুর অন্যান্য মিত্ররাও।
এদিকে বুধবারের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিসর, জার্মানি এবং তিউনিসিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এটিকে বড় বিজয় হিসাবে উদযাপন করেছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনিরা হামাস-ইসরাইলের যুদ্ধবিরতি উদযাপন করেছেন আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রাস্তায় সমবেত হন। একটি এলইডি স্ক্রিনে দেখা যায়, ‘আজ যুদ্ধবিরতি, আগামীকাল স্বাধীনতা’ লেখা স্লোগান। ইসরাইল-হামাসের চুক্তি এখানের ফিলিস্তিনি সম্প্র্রদায়ের মধ্যে এক নতুন আশার সঞ্চার করে। এমন উল্লাসের মাঝেই বেজে উঠে ‘বিতর্কের’ ঘণ্টা। এখন শুধু ইসরাইলের অনুমোদনের অপেক্ষা।
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, চুক্তি ঘোষণার পর থেকে গাজায় দফায় দফায় বোমাবর্ষণ করা হয়েছে। এতে অন্তত নতুন করে ৩২ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালেও হামলা চালানো হয়েছে। এসব হামলায় রাফাহ (দক্ষিণ গাজা), নুসেইরাত (মধ্য গাজা) এবং উত্তর গাজার কিছু বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি সামরিক আগ্রাসনে গত ১৫ মাসে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লক্ষাধিক। বিপরীতে ইসরাইলি সরকারের তথ্য মতে, তাদের প্রায় ১ হাজার ২০০ নাগরিক নিহত হয়েছেন।