• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ১০:২৭ এএম

ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) ওই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোড়গ্রাম ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের স্ত্রী প্রতিমা রানী (২৯)।  প্রতিদিনের মতো উত্তরা ইপিজেডের আর্টিশান বিডি লিমিটেড নামের একটি পাপস তৈরির কারখানায় কাজে আসার উদ্দেশে বাড়ি থেকে ভ্যানে রওয়ানা দেন। কয়েকজন ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকায় শাড়ির আচল পেঁচিয়ে গেলে প্রতিমা রাস্তায় পড়ে আহত হন।

পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সত্যতা নিশ্চিত করেন।



সাজেদ/
আর্কাইভ