• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নাটোরে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ১০:২৭ এএম

নাটোরে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় নিষিদ্ধ চায়না দুয়ারী ৩০০মিটার জাল জব্দ করা হয়। পরে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে মৎস্য বিভাগ।

সোমবার(৪ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রহ্মপুর বাজার এলাকা ও ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে বারনই নদী থেকে চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, চায়না জাল নদ-নদী,খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। এ ধরনের অভিডান চলমান থাকবে।


সাজেদ/
আর্কাইভ