• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পিরোজপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৯:৫৪ এএম

পিরোজপুরে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার ইউপি চেয়ারম্যানদের কাছে বিভিন্ন অনুদান দেওয়ার কথা বলে ওই চাঁদা দাবি করা হয়।

এ ঘটনায় উপজেলা মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু  শনিবার (০২ এপ্রিল) নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ইউএনও শেখ আব্দুল্লাহ আল সাদীদ জানান, গত দু’দিন সরকারি মোবাইল নম্বর ক্লোন করে কোন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, মাটিভাঙ্গার মো. জাহিদুল ইসলাম বিলু, দীর্ঘার আশুতোষ বেপারী, শাখারীকাঠীর মো. খালিদ হোসেন সজল, শেখ মাটিয়ার আতিয়ার রহমান চৌধুরী নান্নু, শ্রীরামকাঠীর মো. আলতাফ হোসেন বেপারীকে ইউনিয়ন পরিষদে অনুদান দেওয়ার কথা বলে চাঁদা দাবি করেন।

একথা শুনে আমি সবাইকেই সাথে সাথে নিষেধ করায় কেউ কোনো টাকা দেননি। এছাড়া অন্য কারো কাছে চাঁদা চেয়েছে কিনা তা আমি জানি না।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্তকে  শনাক্তের চেষ্টা চলছে।

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ