প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১১:৫২ পিএম
হবিগঞ্জের
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আমাদের সবার দাবি থাকবে
এই জায়গাটি যেন লিজ বহির্ভূত
করা হয়। তাহলে এখানে
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বা যাদুঘরসহ সবকিছু
করতে পারব। আপানারা সবাই যদি সহযোগিতা করেন
তাহলে এই আশা শিগগিরই
পূরণ হবে।
সোমবার
(৪ এপ্রিল) হবিগঞ্জের
মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষ্যে আলোচনা
সভা ও বীর মুক্তিযোদ্ধাদের
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে
সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা
নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম
মঈন। পরিচালনায় ছিলেন উপজেলা
সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপস।
সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ক্যাপ্টন (অব.) কাজী কবির
উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের
সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী
লীগ নেতা আলমগীর হোসেন টিপু, বাবুল খান, উপজেলা পরিষদের
সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম
দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা ফুল মিয়া, আব্দুল
মালেক মধু, আব্দুস সামাদ,
হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহামেদ খান, মাধবপুর প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ওসমান মিয়া, নাছির উদ্দিন খান, বাকি বিল্লা
তরফদার, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. ফারুক পাঠানসহ
অনেকেই।। সভায় বক্তারা বলেন,
এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে সমস্যা কোথায়।
বাজেট এসে ফিরে গেছে।
এএমকে