নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় এক দশ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আনছার আলী মন্ডল(৫২)নামের এক বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার(৩ এপ্রিল)বিকালে নাটোর আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার পিপরুল ছান্তাবাড়ী গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবারে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ছান্তাবাড়ী এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আনছার আলী মন্ডলকে পুলিশ গ্রেফতার করে।
পরে রোববার বিকালে আদালতে হাজির করলে আদালত জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন