• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মধু সংগ্রহে শরণখোলার ৪ শতাধিক মৌয়াল সুন্দরবনে

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০২:০৬ এএম

মধু সংগ্রহে শরণখোলার ৪ শতাধিক মৌয়াল সুন্দরবনে

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণের মৌসুম। শুক্রবার (১ এপ্রিল) বিকালে শরণখোলায় ৪ শতাধিক মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গেছেন। ওই দিন মৌয়ালদের বনের শরণখোলা স্টেশনসহ অন্য স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) দেওয়া হয়েছে। বনবিভাগ এ বছর এক হাজার পঞ্চাশ কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 
বনবিভাগ সূত্রে জানা যায়, এ বছর ১৫ মার্চ থেকে আগাম মধু আহরণ মৌসুম শুরুর ঘোষণা করেছিল বনবিভাগ। ওই সময়ে বনে মধু পাওয়া যাবে না আশংকায় মৌয়ালরা বনে যায়নি। আগের নিয়মে মৌয়ালগণ সুন্দরবনে মধু সংগ্রহের জন্য ১ এপ্রিল শরণখোলা স্টেশনসহ অন্যান্য স্টেশন অফিস থেকে পাস (অনুমতিপত্র) সংগ্রহ করেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মৌয়ালগণ বনে মধু সংগ্রহ করবেন। মৌয়ালদের ১৪ দিনের করে পাস দেওয়া হয়। শুক্রবার শরণখোলা স্টেশন থেকে ৪৮টি, চাঁদপাই স্টেশন থেকে ১২টি এবং ঢাংমারী স্টেশন থেকে ৫টি নৌকা পাস নিয়েছে। প্রতিটি নৌকায় ৯ জন করে মৌয়াল রয়েছেন। শুক্রবার বিকালে শরণখোলা স্টেশন থেকে মৌয়ালদের ৩৪টি নৌকার বহর গভীর বনের নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়ে যায়। শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের মৌয়াল বাদশা শেখ জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে সুন্দরবনে মধু সংগ্রহ করে আসছেন। প্রতিবার সুন্দরবনে যাত্রায় তার ৫০/৬০ হাজার টাকা খরচ করে বনে যেতে হয় গত বছর আশানুরূপ মধু না পাওয়ায় লোকসান হয়েছে। এ বছর বেশি মধু পাওয়া যাবে বলে ওই মৌয়াল আশা প্রকাশ করেন। 

একই ধরনের কথা বলেন খুড়িয়াখালী গ্রামের রতন মোল্লা, সোনাতলা গ্রামের নুর ইসলাম তালুকদার, বগী গ্রমের মাহাবুল হোসেন।

শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, সুন্দরবনে মধু আহরণের জন্য শুক্রবার ৪৮টি নৌকা অনুমতিপত্র (পাস) গ্রহণ করেন। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, এ বছর পূর্ব সুন্দরবনে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ৩শ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে। গত  ২০২০-২১ অর্থ বছরে পূর্ব সুন্দরবন থেকে এক হাজার ৪৪ কুইন্টাল মধু ও ৩১৩ কুইন্টাল মোম সংগ্রহ এবং এ থেকে ১০ লাখ  ৯৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল বলে ডিএফও জানান।

ডা/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ