• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নাটোরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০৬:১৬ এএম

নাটোরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি

নাটোরে সরকারের চলমান উন্নয়ন নিয়ে সংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার(২ এপ্রিল) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাবেক সভাপতি জালাল উদ্দিন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মুক্তার হোসেন, সময় টিভির আল মামুন প্রমুখ। 

এসময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, সহকারী কমিশনার খালিদ হাসান।

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ