• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৯:৩৫ পিএম

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অগ্নিসন্ত্রাস ও নাশকতা করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে যারা, সেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।

শুক্রবার ( এপ্রিল) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক . সেলিম মাহমুদের মায়ের স্মরণসভা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধীদের দোসর, ৭৫-এর হত্যাকারীদের দোসররা গণতন্ত্র উন্নয়নকে ব্যাহত করতে চায়। এরা ২০০১-২০০৬ পর্যন্ত দেশটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

ডা. দীপু মনি আরও বলেন, ‘তাদের ঐক্যজোট এখন ঐক্য জটে পরিণত হয়েছে। তারা নিজেরাই জট থেকে বের হতে পারে না। গত নির্বাচনের আগেও সেটি আমরা দেখেছি। সুতরাং তারা কী জোট করলো বা কী সরকার চাইলো, সেটি দেখার বিষয় নয়। জনগণের দাবি হলো, যেভাবে উন্নয়ন অগ্রগতি হচ্ছে, তা যেন অব্যাহত থাকে। আমরা সেই বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকার সময়ের দুঃশাসনে যেন ফিরে না যাই।

অনুষ্ঠানে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক . সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ আওয়ামী লীগের জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিআইএ/এফএ
আর্কাইভ