দিনাজপুর ব্যুরো
দিনাজপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ মামলায় রাহমাতুর রাফসান অর্ণব নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে বুধবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। অর্ণবের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণমূর্তি গ্রামে। সে দিনাজপুর শহরের গণেশতলা এলাকার লেগেসি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী।
মামলা সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের গণেশতলা এলাকার লেগেসি রেস্টুরেন্টে খাবার খেতে গেলে ভুক্তভোগী তরুণীর সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর নিয়ে রাখে অর্ণব। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিয়ের প্রলোভনে তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে সে।
সর্বশেষ বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পাহাড়পুর এলাকায় ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে সে। এ সময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে অর্ণব অস্বীকার করে। একপর্যায়ে তরুণী চিৎকার দিলে ফ্ল্যাটের মালিক ও ভাড়াটেরা বিষয়টি শুনে অর্ণবকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় অর্ণবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে শুনানির জন্য এখনও দিন ধার্য করেননি আদালত। শুক্রবার তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন