শেখ মোহাম্মদ আলী, শরণখোলা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর রচনা লিখে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ ঢাকার পুরস্কার জিতেছেন শরণখোলার তিন শিক্ষার্থী। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিটি নিউজ ঢাকা ’আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
শরণখোলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো- দশম শ্রেণির ছাত্রী মিম আক্তার, সুমাইয়া এবং সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতী আক্তার।
ইতোমধ্যে পুরস্কারের অর্থ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায়, এ পুরস্কার প্রাপ্তি তাদের ভবিষ্যতে আরও ভালো লেখালেখিতে উৎসাহিত করবে।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সিটি নিউজ ঢাকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ’কোমলমতি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সিটি নিউজ ঢাকার এ উদ্যোগ প্রশংসনীয়। আশাকরি এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
জেইউ/ডা
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন