• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দুইজন নিহত

প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৯:০৯ পিএম

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে দুইজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে রুমালিয়ার ছড়ার সিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমালিয়ার ছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)।

স্থানীয়রা জানান, রুমালিয়ার ছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী গ্রুপ রায়হান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত একটি জমিকে ঘিরে এ ঘটনা ঘটেছে। 

সংঘর্ষ চলাকালে মোহাম্মদ সাহেদকে গুলি করে ও রায়হানুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, জমির বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ