• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

দৌলতদিয়ায় ৭ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৩:৪০ এএম

দৌলতদিয়ায় ৭ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী প্রতিনিধি

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া নৌ রুটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নদী পার হতে ফেরির অপেক্ষায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে চালক-যাত্রীরা।

শুক্রবার (২৫ মার্চ) সকাল থেকে ফেরিঘাটে ৭ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে মহাসড়ক সচল রাখতে হিমশিম খাচ্ছে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা।

জানা গেছে, ফেরি স্বল্পতা, ঘাট মেরামত ও নাব্যতা সংকটের কারণে ঘাটে ফেরি থেকে যানবাহনের লোড-আনলোডে সমস্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শুধু যাত্রীবাহী বাস পাড়ি দিতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে ট্রাক চালকদের। তাদের পারাপার হতে সময় লেগে যাচ্ছে ২ থেকে ৩ দিন। 

এই নৌ রুটে বর্তমানে ছোট-বড় ১৮টি ফেরি চলছে। আরও দুটি ফেরি বাড়ালে এ সমস্যার সমাধান হতে পারে বলে আশা ব্যক্ত করেন ঘাট সংশ্লিষ্টরা।

ডিআইএ
আর্কাইভ