বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে মঙ্গলবার পৌর সদরের কেজি মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থগারিক কাম সহকারি আব্দুস সালাম শেখ (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আহমেদ জানান, বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী বাদি হয়ে সালাম শেখের বিরুদ্ধে যৌন-নিপীড়নের অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে দুপুরে সালাম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই ছাত্রীর সাথে বিদ্যালয়ের আরো কমপক্ষে ৭-৮ জন ছাত্রীও মৌখিকভাবে তার বিরুদ্ধে ইভটিজিংয়ের সাক্ষ্য দেয়।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভীন এসব শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে ওই ছাত্রীর অভিযোগটি এজাহার হিসেবে সন্ধ্যা ৭ টায় গ্রহন করা হয়। এ মামলার একমাত্র আসামী গ্রন্থগারিক কাম সহকারি সালাম শেখ ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাওলাদার মো. শাহ আলম বলেন, সোমবার বিদ্যালয়ের দুই ছাত্রী সালাম শেখের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করে। ওই সময় সালাম শেখকে বই বিতরণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে লাইব্রেরীয়ান সালাম শেখ বলেন, তিনি বিদ্যালয়ের আভ্যন্তরীন গ্রুপিংয়ের শিকার হয়েছেন।
সাজেদ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন