• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী; প্রেমিক উধাও

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৬:১৪ এএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল ছাত্রী; প্রেমিক উধাও

রংপুর ব্যুরো

রংপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৬)। তবে উধাও হয়েছে দশম শ্রেণিতে পড়ুয়া প্রেমিক  (১৭)।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর নাজিরদিগর বনগ্রামে। অনশন করা ওই স্কুল ছাত্রী ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলের বাড়িতে এই অনশন করছে।

বুধবার (২৩ মার্চ) সরজমিনে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একই স্কুলে পড়াশোনার সুবাদে একই সাথে যাতায়াত করে আসছিল তারা। সেই সূত্র ধরেই উভয়ের মধ্যে গত দুই বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল। 

গত কয়েক দিন ধরে তারা নিজেরা পরিবারের অজান্তেই বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিষয়টি জানাজানি হলে প্রেমিকাকে নিয়ে নিজ বাড়িতে উঠে প্রেমিক। ছেলের অভিভাবকরা বিষয়টি দেখে ফেলায় মেয়েকে মারধর ও গালমন্দ করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও ঘর থেকে বের করতে পারেননি। এক পর্যায়ে কাউন্সিলর, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের সহায়তা চাইলে উভয় পরিবারকে পুলিশ থানায় ডেকে নেয়।

ছেলে ও মেয়ের বয়স কম হওয়ায় তাদের উভয় পরিবারের মাঝে সমঝোতা করে একটি লিখিত আলোচনার মাধ্যমে সমাধানের জন্য রসিক প্যানেল মেয়র সামছুল ইসলামকে দায়িত্ব দেন। কিন্তু ছেলেপক্ষ রাগারাগি করে সেই সমঝোতা মেনে না নিয়ে চলে যান। পরবর্তী সময়ে স্কুলছাত্রী আবারও ছেলের বাড়ির প্রধান ফটকে গিয়ে অনশনে শুরু করে। এসময় তাকে বেশ ক'জন মহিলা ও পুরুষ মিলে অকথ্য গালিগালাজ ও মারধর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। আহত অবস্থায়ও সে অনড় থাকে। তবে স্কুলছাত্রী অনশন শুরু করার পর প্রেমিক উধাও হয়ে গেছে। 

বিষয়টি নিয়ে ছেলে ও মেয়ে পক্ষের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলও তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হন নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামছুল ইসলাম জানান,সমাঝোতার জন্য বিষয়টি নিয়ে বসা হয়েছিল।তবে উভয় পক্ষ সম্মতিতে না আসায় কোনো ফয়সালা হয় নি।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ  নাজমুল কাদের বলেন,'ঘটনাটি শুনেছি,তবে থানায়  কোনো লিখিত অভিযোগ পাইনি।  কেউ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে'।

সাজেদ/
আর্কাইভ