• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষকদের চাঁদায় কর্মকর্তার বিদায়!

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৫:৪৮ এএম

শিক্ষকদের চাঁদায় কর্মকর্তার বিদায়!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কৃর্ত্তিপাশা ক্লাষ্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কায়সার আহম্মেদ এর বদলীজনিত বিদায় উপলক্ষে শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৫শত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঝালকাঠি সদর উপজেলার কৃর্ত্তিপাশা ও কেওড়া ইউনিয়নের শিক্ষকরা জানান বিদ্যালয়ের প্রদান শিক্ষকরা এ টাকা তুলছেন।

বৃস্পতিবার কৃর্ত্তিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি ৩ মার্চ রিলিজ হয়ে ভান্ডারিয়ায় যোগদান করেছেন। এই ক্লাষ্টারে ২৮টি বিদ্যালয়ে ১৪০ জন শিক্ষক কর্মরত রয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে মিরাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক সঞ্জয় কুমার বলেন, শিক্ষকদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের প্রধান শিক্ষক দিলীপ কুমার মজুমদারের কাছে আমাদের ৮ জন শিক্ষকের ৫শত টাকা দিয়েছি।
প্রধান শিক্ষক দিলীপ কুমার মজুমদার বলেন, বিদায় অনুষ্ঠানের আমাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ৫শত টাকা করে নিচ্ছি।  

গোয়ালকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জানান, স্যার ভাল মানুষ ছিল। তাই আমারা শিক্ষকরা চাঁদা তুলে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করছি। ৫ জন শিক্ষক ৫ শত টাকা করে দিয়েছি।

কৃর্ত্তিপাশা ক্লাষ্টারের সাবেক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কায়সার আহম্মেদ জানান, আমার অনিশ্চার সত্তেও ক্লাষ্টারের শিক্ষকরা নিজেদের অর্থে আমার বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, আপনার কাছ থেকে শুনলাম। এ ধরনের কোন রেওয়াজ পুর্বে ছিলনা। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ