• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নন্দীগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০১:০৮ এএম

নন্দীগ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে সড়কের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকায় ঢাকার মোড়ের পশ্চিমে কাথম-কালীগঞ্জ সড়কের পাশে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সড়কের পাশে মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এবং মরদেহটি ময়নাতদন্ত জন্য প্রস্তুতি চলছে।

এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ