• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ইঁদুর ধরা ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৮:০৬ পিএম

ইঁদুর ধরা ফাঁদে পড়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরে ধানের জমিতে পেতে রাখা ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) সকালে জেলার সদরের কালিকাপুর আমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক নজরুল একই এলাকার মৃত বাদল মন্ডলের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, বুধবার সকালে সদর উপজেলার কালিকাপুর আমহাটি গ্রামের কৃষক আনোয়ার হোসেন তার ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে। সেই জমিতে সকালে তার আপন ছোট ভাই গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ডিআইএ/ডা

আর্কাইভ