• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৩:২৭ পিএম

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভারে কলমার আউকপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান দুর্ঘটনায় মৃতের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় করে চারাবাগ থেকে সে কলমা এলাকায় যাচ্ছিল। পথে আউকপাড়া আসার পর রিকশার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গেলে সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার ল্যাবজোন ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে এনাম মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে তাকে এনাম মেডিক্যালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিআইএ/এফএ

আর্কাইভ