• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৯:৩৯ পিএম

শরণখোলায় কিশোরীর মরদেহ উদ্ধার

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলায় পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসি (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

২২ মার্চ মঙ্গলবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।

শরণখোলা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে পুলিশ হাসপাতাল থেকে হাসি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাসি উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গলায় দড়ির চিহ্ন দেখে পুলিশে খবর দেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসির এক নিকটাত্মীয় জানান, মায়ের সঙ্গে অভিমান করে হাসি বসতঘরে সোমবার সন্ধ্যায় গলায় দড়ি দেয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কেজেড/এফএ

আর্কাইভ