• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পিরোজপুরে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে জনসাধারণ

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ১২:২০ পিএম

পিরোজপুরে ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে জনসাধারণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বালিহাড়ী-কালীবাড়ি খালের ওপর থাকা একটি ব্রিজ বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। এতে উপজেলার সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নবাসী চরম দুর্ভোগে পড়েছে। 


এলাকাবাসী জানান, নেছারাবাদের বালিহাড়ীর-কালীবাড়ি খালের ওপর থাকা আয়রন ব্রিজটিকে গত ১০ মার্চ বালুভর্তি একটি জাহাজ ধাক্কা দেয়। এতে ব্রিজটি পশ্চিম দিকে অনেকটাই হেলে পড়ে এবং কিছু অংশ ভেঙে যায়। এরপর শুক্রবার বিকালে ব্রিজটির প্রায় অর্ধেক অংশ খালের মধ্যে ভেঙে পড়ে। ফলে উপজেলার সোহাগদল ও সুটিয়াকাঠি ইউনিয়নবাসীর চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজের উভয় পাড়ে রয়েছে স্কুল ও মাদরাসা এবং বাজার। ফলে শিক্ষার্থী এবং এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হয়। ওই ব্রিজটি ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। ব্রিজ ভেঙে পড়ায় শিক্ষার্থী ও বয়স্করা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় খাল পাড়ি দিয়ে যাতায়াত করছেন। 

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার সময় স্থানীয় লোকজন বাল্কহেডসহ কর্মচারীদের আটকে রাখে। তখন সোহাগদল ও সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেছিলেন ক্ষতিপূরণ বাবদ ব্রিজটি ঠিক করে দেওয়ার পর বাল্কহেডটি ছাড়া হবে। কিন্তু একটি মহলের কারণে ব্রিজ ঠিক না করে কর্তৃপক্ষ বাল্কহেড নিয়ে চলে গেছে। শিক্ষার্থী ও দুই ইউনিয়নবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ ব্রিজটি খুব দ্রুত মেরামত করা প্রয়োজন।

সুটিয়াকাঠি ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন অসীম বলেন, ‘আমি এবং সোহাগদল ইউনিয়নের চেয়ারম্যান বলেছিলাম ব্রিজটি বাল্কহেড কর্তৃপক্ষ ঠিক করে দেবে। পরে বাল্কহেড কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করে বাল্কহেড নিয়ে চলে গেছে।’
নেছারাবাদের ইউএনও মোশারেফ হোসেন জানান, ব্রিজটি ঠিক করে দেওয়া হবে। উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে বাল্কহেড কর্তৃপক্ষের কথা হয়েছে। ব্রিজটি ঠিক করতে যে পরিমাণ টাকা দরকার তাদের কাছ থেকে সেই পরিমাণ টাকা রাখা হয়েছে। খুব শিগগিরই এটি ঠিক করে দেওয়া হবে।


সাজেদ/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ