• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

জাহাজের মাস্টারসহ ৮ জন রিমান্ডে

প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০২:১৮ এএম

জাহাজের মাস্টারসহ ৮ জন রিমান্ডে

দেশজুড়ে ডেস্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় রবিবার (২০ মার্চ) দুপুরে লঞ্চডুবির ঘটনা ঘটে। গ্রেফতার জাহাজের মাস্টার-চালকসহ ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২১ মার্চ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন—কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেণির মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মো. নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াছিন মিয়া, গ্রিজার রিয়াদ হোসেন ও সুকানী জাহিদুল ইসলাম।

শীতলক্ষ্যায় এমভি রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এমএল আফসার উদ্দিন ডুবে যায়। লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী তীরে ওঠেন। লঞ্চটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল বলে তীরে ফেরা যাত্রীদের ধারণা। এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেককে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে মামলা দুটি করা হয়। 

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে কার্গোর আটক মাস্টার, ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ারসহ আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডা/
আর্কাইভ