• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ১১:১৭ পিএম

শরণখোলায় শিশুর মরদেহ উদ্ধার

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় তাহিরা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ পাওয়া গেছে। ২০ মার্চ রবিবার দুপুরে উত্তর সাউথখালী গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে শরণখোলা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশ উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃত আ. বারেক হাওলাদারের ঘর থেকে শিশু তাহিরার মরদেহ উদ্ধার করে। শিশুটি ওই গ্রামের আলী আকবর ও লাইলী বেগম দম্পতির মেয়ে। তাহিরার বাবা-মা কর্মসূত্রে চট্টগ্রাম থাকেন। তাহিরা তার দাদি সখিনা বেগমের কাছে থেকে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

সখিনা বেগম জানান, রবিবার দুপুরে তাদের বাড়ির ঘরের খাটে তাহিরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘তাহিরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

কেজেড/ডা


আর্কাইভ