• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আজও পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৮:৫৮ পিএম

আজও পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি

সাপ্তাহিক ছুটি ও নাব্য সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (১৮ মার্চ) সকাল থেকেই পাটুরিয়া প্রান্তে শত শত যানবাহন ঘাট পারের অপেক্ষায়।  

ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাট নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনালে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, স্কেল থেকে ঢাকামুখী সড়কের কাসাব্রিজ পর্যন্ত দুই শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক এবং উথুলী সংযোগ মোড়ে আরও শতাধিক ট্রাক ঘাট পারের অপেক্ষায় ছিল। এ ছাড়া পাটুরিয়া ঘাটে শতাধিক প্রাইভেটকার ও বাস পারের অপেক্ষায় ছিল। পরে প্রাইভেটকার ও বাসের সংখ্যা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব যানবাহন আবার বাড়তে থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে টানা ছুটির কারণে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। গতকাল ঘাটে আসা নৈশকোচগুলো পার করা গেলেও পণ্যবাহী ট্রাক পার করা যায়নি। বর্তমানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সঙ্গে জরুরি পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। চাপ কমে এলেই সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে পার করা হবে।


তিনি জানান, কয়েকদিন ধরে যমুনা নদীর পানি কমে যাওয়ায় পন্টুন নিচু হয়ে গেছে। এতে গাড়িগুলোকে লোড-আনলোড করতে ২০-৩০ মিনিট সময় বেশি লাগছে। সকাল থেকে ফেরি বহরের ছোট-বড় ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

এফএ

আর্কাইভ