• ঢাকা সোমবার
    ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: মে ৩১, ২০২১, ১০:৫৪ এএম

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

বাড়ির পাশের পুকুরে পড়ে দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই খালাতো ভাই হচ্ছে- কুটুম্বপুর গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত (৭) ও একই ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নিরব আহমেদ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদূধ মুহুরী বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ওই দুই শিশু পড়ে যায়। স্বজনরা না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বলেন, বিকেলে দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। দুই শিশুই মৃত অবস্থায় ছিল।

এএএম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ