• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নবীনগরে অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০২:৩৫ এএম

নবীনগরে অগ্নিদগ্ধ হয়ে দুই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ১টা ৩০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীপুর নয়াহাটির বোদার বাড়ীর আবু হাশেম মিয়ার (কোতন) এর স্ত্রী জমিলা আক্তার(৬৫) এবং লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিলা আক্তার শুক্রবার রাতে শবে বরাতের রোজা রাখার উদ্দেশ্য রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আশংকাজনক অবস্থায় তাদের দুই বোনকে ঢাকা নেওয়ার পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে নবীনগর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসাপাতালে বড় বোন ও ঢাকা নেওয়ার পথে ছোট বোনের মৃত্যুর ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের শরীর ঝলসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয় গ্যাস লিকেজের ফলে বিস্ফোরণ হয়।

নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুরে আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা ভোররাতে শবে বরাতের রোজা রাখার জন্য রান্না বসালে এই ঘটনাটি ঘটে।


এফআইজে/
আর্কাইভ