• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

বিমানবন্দরে ১০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১২:৩১ এএম

বিমানবন্দরে ১০ স্বর্ণের বারসহ যাত্রী আটক

দেশজুড়ে ডেস্ক

সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা কাস্টমস উপ-কমিশনার নিয়ামুল কবির।

তিনি জানান, জেদ্দা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে  বাংলাদেশ বিমানেরবিজি-৪১৩৬ফ্লাইটটি আসার কথা থাকলেও বেলা ১১টা ৩৭ মিনিটে অবতরণ করে। পরে যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় স্বর্ণবারসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক বিভাগের কর্মকর্তারা।

তিনি আরও জানান, আটক ওই ব্যক্তির লাগেজে থাকা একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ দিয়ে সুকৌশলে স্বর্ণের বারগুলো রাখা হয়। বিষয়টি তদন্ত পর্যায়ে থাকায় ওই যাত্রীর পরিচয় এখন বলা যাচ্ছে না। বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএম/ডা

আর্কাইভ