• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শরণখোলায় বাকিতে মাছ বিক্রি না করায় বিক্রেতাকে পিটিয়ে জখম

প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১০:২৮ পিএম

শরণখোলায় বাকিতে মাছ বিক্রি না করায় বিক্রেতাকে পিটিয়ে জখম

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় বাকিতে মাছ বিক্রি না করায় এক মাছ বিক্রেতাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মাছ বিক্রেতার নাম হাবিব সিকদার (৫০)। রাজাপুর বাজারে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাবিব সিকদার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে রাজাপুর বাজারে মাছ বিক্রির সময় পশ্চিম রাজাপুর গ্রামের হালিম বাড়ৈর ছেলে মিলন বাড়ৈ তার কাছে বাকিতে মাছ নিতে চান। বাতি মাছ দিতে না চাইলে প্রথমে তর্ক শুরু করে মিলন। একপর্যায়ে হাবিবকে কিল-ঘুষি ও রড দিয়ে বেদম পেটায়। এরপর মিলনের সহযোগী চুন্নু মুন্সি, সাগর ডিলার ও কামাল মুন্সি মিলনের পক্ষ নিয়ে হাবিবকে আরেক দফা মারধর করে তার পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। তখন হাবিবের চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেজেড


আর্কাইভ